বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপজেলার ২০জন দুঃস্থ ব্যক্তির মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমের সামনে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ঢেউটিন ও চেক বিতরণ করেণ।

এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মো. সাইফুল ইসলাম,দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ওয়ালী হাসান কলি প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক দুঃস্থ ব্যক্তিকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকা করে অর্থসাহায্য দেওয়া হয়েছে।

৫০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS