শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জে বহুলীতে মতিয়ার রহমান মিঞা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন

সিরাজগঞ্জে বহুলীতে মতিয়ার রহমান মিঞা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বহুলীতে মতিয়ার রহমান মিঞা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। শুক্রবার বিকেলে সদর উপজেলার বহুলী ইউনিয়নের রতনী স্কুল মোড়ে ফাউন্ডেশনের উপদেষ্ট নূরুল হক মিঞার সভাপতিত্বে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আবু সায়েম মিঞার পরিচালনায় উক্ত বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক রাকিবুল আলম মিঞা অপু। এসময় বহুলী ইউনিয়নের ৫নং ওয়ার্র্ডের ইউপি সদস্য জাকারিয়া ইসলাম বাবু, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ালীগের সাবেক সভাপতি বাবুুল আক্তার, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মোতালেব ও জুবায়েদ হোসেন মিঞাসহ এলাকার গন্যমমান্য ব্যক্তিবর্গ ্উপস্থিত ছিলেন। মতিয়ার রহমান মিঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আবু সায়েম মিঞা জানান, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষায় ফাউন্ডেশনের উদ্যোগে এ বৃক্ষ রোপন কর্মসূচি নেয়া হয়েছে। এসময় প্রায় দুই শতাধিক আমলকি,হরতকি, বহেরা কৃষ্ণচূড়াসহ বিভিন্ন বনজ ফলজ ও ঔষধি বৃক্ষ চারা রতনী ঈদগাঁ মাঠ, বামনবাড়িয়া ঈদগাঁ মাঠ, ভাজন দাসগাঁতি কবরস্থানসহ বিভিন্ন রাস্তার ধারে রোপন করা হয়। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আবু সায়েম মিঞা জানান।

৩৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS