শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরে অঞ্জান পার্টির খপ্পরে পড়ে বিশিষ্ট ব্যবসায়ী হাসপাতালে ভর্তি

সৈয়দপুরে অঞ্জান পার্টির খপ্পরে পড়ে বিশিষ্ট ব্যবসায়ী হাসপাতালে ভর্তি

সৈয়দপুর/নীলফামারী প্রতিনিধি দুলাল সরকারঃ গত বৃহস্পতিবার সৈয়দপুরে মার্ভেলাস শো-রুমের মালিক মাসুদ রানা মিলন(৩২) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকা,২টি টাচ ফোন ও ২ টি আংটি সহ সর্বমোট প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নি
তাঁর ভাই নয়নের সাথে মুঠোফোনে কথা হলে সে  জানায়,গতকাল রাত ১০ টায় ৩৯৩৮ নম্বরের শ্যামলী গাড়ির  F3 সিটে ঢাকা থেকে শ্যামলী নাইটকোচে সৈয়দপুর আসার উদ্দেশ্য রওনা হলে তাঁর পথিমধ্যে তাঁকে অচেতনানাশক সেবন করিয়ে তাঁর সাথে থাকা নগদ টাকা, ২ টি মেবাইল ফোন ও হাতে থাকা আংটিসহ যাবতীয় সবকিছু তাঁরা নিয়ে নেয় সটকে পড়ে।
ঞ্জান ফেরার পরে সে জানায় গত রাতে শ্যামলী গাড়ির F3 সিটে  উঠে রওনা দেই সৈয়দপুরের উদ্দেশ্য। আমার পাশ্বে বসা একব্যক্তি সি আইডি পরিচয় দিয়ে আমার সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার কোন একপর্যায়ে সে কথার ফাঁদে ফেলে আমাকে কোমল পানীয় পান করায়।তারপর থেকে আমি সম্পূর্ণ অচেতন হয়ে পড়ি।তারপরে আমার সাথে কি ঘটেছে কিছুই বলতে পারি না।পরে আমাকে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকা থেকে কে বা কাহারা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।বর্তমানে আমি জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি।
চিকিৎসক সূএে জানা যায়, এ রির্পোট লেখা পর্যন্ত সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসে নি।
২৬৪ বার ভিউ হয়েছে
0Shares