মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাটখিলে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

চাটখিলে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল থানা পুলিশ এক অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃরা হলো, চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামের মুসলিম সাহেবের বাড়ির মৃত আবু আরিফের ছেলে মোঃ আমির ফয়সাল রাব্বি (২৭) ও সাত্রাপাড়া গ্রামের মোঃ লোকমান হোসেনের ছেলে মোঃ ইফতেখার নাবিল লিমন (২৪)। বুধবার (২১ সেপ্টেম্বর) আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা মাহবুব উচ্চ বিদ্যালয়ের ম‚ল গেইটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে চাটখিল থানা পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি)মোঃ শহীদুল ইসলাম মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় চাটখিল থানায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares