শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন বিএনপি-জামায়াত পন্থিদের জয়

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন বিএনপি-জামায়াত পন্থিদের জয়

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা ঐক্য পরিষদের জয়ী হয়েছে। এতে ১৫টি পদের মধ্যে সভাপতি,সাধারণ সম্পাদক, সহ-সভাপতি,যুগ্ম সম্পাদক সহ ১০টি পদে বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরুঙ্কুশ জয় লাভ করে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতি ভবনে ভোট গ্রহণ চলে। একই দিন গভীর রাতে নির্বাচন কমিশন ওই ফলাফল ঘোষণা করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয় প্রার্থীরা হচ্ছেন,সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সেক্রেটারী আবদুল্লাহ মোঃ তাহের (জামায়াত) সহ-সভাপতি সামছু উদ্দিন, আলী হোসেন, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন,সহকারী সম্পাদক আবদুল কাইয়ুম দিদার ,কোষাধ্যক্ষ তাকরির হোসাইন (জামায়াত) গ্রন্থাগার রহিম উল্লাহ,সদস্য বোরহান উদ্দিন (জামায়াত) মাহামুদুর রশিদ শাহ নেয়াজ। অন্য দিকে আওয়ামী আইনজীবী পরিষদ আপ্যায়ন সম্পাদক,ক্রীড়া সম্পাদক সহ ও তিন জন সদস্য নির্বাচিত হন। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট এ জেড.এম ফারুক । ৫৮৮ জন ভোটারের মধ্যে ৫৬২ জন ভোট দেন।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS