শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে তিন ইউপিতে নির্বাচন প্রাথীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেনবাগে তিন ইউপিতে নির্বাচন প্রাথীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : আগামি ১৫ জুন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড়, অর্জুনতলা ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রাথীদের নির্বাচনী আচারণ বিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার দুপুরে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সেনবাগ উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমানের সঞ্চালনায় এবং নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম , নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার মেছবাহ উদ্দিন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি, সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী,সেনবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ সাইফুল ইসলাম। এসময় প্রতিদ্ব›দ্বী প্রাথীদের মধ্যে বক্তব্য রাখেন অজুনতলা ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুল ওহাব বিএসসি, স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী শাহাদাত হোসেন খান, মির্জা সোলেমান, মোহাম্মদপুর ইউনিয়নের নৌকা মার্কার প্রাথী ফিরোজ আলম ভূঁইয়া রিগান, স্বতন্ত্র প্রাথী মোহাম্মদ উল্লাহ, ইকরামুল হক সোহাগ, কামাল উদ্দিন মিয়াজী, মারুফ হোসেন, আবুল খায়ের, কেশারপাড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর ছিদ্দিক ভূঁইয়া, আবদুল হক সুমন, শাহাজাহান সাজু প্রমুখ।

এ সময় প্রাথীরা নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবী জানান এবং প্রতিটি কেন্দ্র একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবী জানান। প্রার্থীদের দাবীর প্রশ্নের জবাবে জেলা প্রশাসকর দেওয়ান মাহবুবুর রহমান, এসপি শহীদুল ইসলাম ও জেলা নিসিয়ন নির্বাচন অফিসার সকলকে আশ্বস্ত করে বলেন অতিতের ন্যায় কেন্দ্র দখলের ভোট বর্তমানে হবেনা। প্রশাসন সম্পূর্ন নিরপেক্ষ থেকে ভোট গ্রহন করবে বলে জানান। এ বক্তরা প্রতিদ্ব›দ্বী প্রাথীদের ছাপ জানিয়ে দেন নির্বাচনে হট্টোগোল ও বানচালের কথা মাথা থেকে বাদ দিয়ে ভোটারদের নিকট গিয়ে ভোট প্রার্থনার অনুরোধ জানান।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares