বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে বিশ্ব নবী (সা:) সম্পর্কে কটুক্তিকারী অবশেষে আদালতে আত্মসমর্পণ

পঞ্চগড়ে বিশ্ব নবী (সা:) সম্পর্কে কটুক্তিকারী অবশেষে আদালতে আত্মসমর্পণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বহুল সমালোচিত মহান আল্লাহ,বিশ্বনবী (সা:) ও পবিত্র কুরআন সম্পর্কে কটুক্তিসহ অবমাননাকারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোর এলাকার ফেনসিডিল ব্যবসায়ী ফয়জুল হক (৪৫) নামে অবশেষে আদালতে আত্মসমর্পন করেছে। সে ওই এলাকার জিয়া রউদ্দীনের ছেলে ফয়জুল হক।
স্থানীয় সুত্রে জানা গেছে, দাড়খোর বেশ কিছুদিন হতে হাট-বাজারসহ জনসমাগম স্থলে মহান রাব্বুল আল আমিন আল্লাহতায়ালা ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে অস্বীকার করে নানান কটুক্তিসহ পবিত্র কোরআন শরীফকে অবমাননাকর কথা বলে আসছিল।
এঅবস্থায় ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় দাড়খোর ডুংডুংগী বাজারে প্রকাশ্য এরুপ কথা-বার্তা বলতে থাকলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীগণ এর প্রতিবাদ জানায় এবং পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সবার চোখ ফাঁকি দিয়ে ফয়জুল চম্পট দেয়। আটোয়ারীসহ আশ-পাশ এলাকায় ধর্মপ্রাণ মুসল্লীগণ ফুঁসে উঠে।
প্রায় দুই শতাধিক বিক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসল্লী ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ওই কুলাঙ্গার ফয়জুলকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোড় দাবী জানায়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম এর আশ্বাস পেয়ে মুসল্লীরা ঘরে ফিরেন। এ ব্যাপারে আটোয়ারী থানায় ফয়জুলের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান চালাতে থাকে।
পুলিশী অভিযানে শেষ রক্ষা না পাওয়ার আশঙ্কায় কুটুক্তিকারী ফয়জুল হক অবশেষে বুধবার (২১সেপ্টেম্বর) পঞ্চগড় আদালতে আত্ম সমর্পণ করতে বাধ্য হয়েছে।
আদালতে আত্মসমর্পনের বিষয়টি আটোয়ারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: সোহেল রানা, নিশ্চিত করেছেন।

১০৩ বার ভিউ হয়েছে
0Shares