শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দীর্ঘদিন পর পরীক্ষা দিতে পেয়ে  খুশি শিক্ষার্থীরা 

দীর্ঘদিন পর পরীক্ষা দিতে পেয়ে  খুশি শিক্ষার্থীরা 

রংপুর ব্যুরোঃ  আজ থেকে শুরু হয়েছে  এসএসসি পরীক্ষা। দীর্ঘদিন পর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা। এসময় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পারীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেখা যায়।
আজ  বৃহস্পতিবার  সকাল ১১ টা রংপুর জেলা স্কুল ও বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে  পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, জেলা প্রসাশক আসিফ আহসান । এসময় রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন  ও নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে। এবং য়ারা প্রশ্ন ফাস এর গুজব ছড়াবে তাদেরকে আইনের আওতায় আনতে  হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ড  সুূত্রে জানা গেছে,  রংপুর বিভাগে  দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায়  ৮ জেলার ২৭৭টি কেন্দ্রে ১ লাখ ৭৩ হাজার ৯ শ’৬১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এর মধ্যে  রংপুর জেলায় ৫০ টি পরীক্ষা কেন্দ্রে ৩৩ হাজার ৯ শ’ ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
৪৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS