শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নর্থ বেঙ্গল ট্রাভেলার্স ক্লাব রংপুরের ব্যবস্থাপনায় নগরীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নর্থ বেঙ্গল ট্রাভেলার্স ক্লাব রংপুরের ব্যবস্থাপনায় নগরীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ নর্থ বেঙ্গল ট্রাভেলার্স ক্লাব রংপুরের ব্যবস্থাপনায় নগরীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
রোববার নগরীর ইঞ্জিনিয়ার পাড়াস্থ পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় উক্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারের মত নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
নর্থ বেঙ্গল ট্রাভেলার্স ক্লাবের সভাপতি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ওয়ায়েজ কুরুনী সজীব এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুরের উদীয়মান তরুণ সমাজ সেবক হাজ্বী মোঃ তানভীর হোসেন আশরাফি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ট্রাভেলার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিনুল ইসলাম।
উল্লেখ্য, আক্তারুল হক ভরসা, কামরুল ইসলাম ভরসা ও মেজবাউল হকের সহযোগিতায় নগরীর প্রায় ৬শত অসহায় দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
৩৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS