বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপূজা কমিটির নেতাদের সঙ্গে সেনবাগে সার্বিক আইনশৃংখলা নিয়ে পুলিশ সুপারের মতবিনিমিয়

দুর্গাপূজা কমিটির নেতাদের সঙ্গে সেনবাগে সার্বিক আইনশৃংখলা নিয়ে পুলিশ সুপারের মতবিনিমিয়

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃংখলা বিষয় নিয়ে পূজামন্ডপের সভাপতি সম্পাদকদের সঙ্গে মতবিনিমিয় সভা করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম।

বুধবার বিকেলে সেনবাগ থানার হল রুমে অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম। এসময় বিশেষ অতিথি ছিলেন-সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মুর্তাহীন বিল্লাহ, অতিরিক্তি পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব, কোট ইন্সেপেক্টর শাহ আলম, কাউন্সিলর মোঃ আলমগীর,সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার দাস ও সেক্রেটারী উত্তম কুমার সহ ১৭টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক প্রমুখ বক্তব্য রাখেন।

৭৪ বার ভিউ হয়েছে
0Shares