বৃহস্পতিবার- ২০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগের বৌদ্ধদের চলাচলের রাস্তা দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন

সেনবাগের বৌদ্ধদের চলাচলের রাস্তা দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে প্রভাব খাটিয়ে জোরপ‚র্বক রাতের আধাঁরে চলাচলের রাস্তার ওপর দোকান ঘর নির্মাণ করে খুদ্র নৃগোষ্টি বৗদ্ধ স¤প্রদায়ের লোকজনের চলাচলের রাস্তা পথ বন্ধ করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী উপজেলার ৩নং ডমুরুয়া ইউপি পরিকোট গ্রামের মোঃ লোকমান হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে। ওই ঘটনায় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করার পরপরই রোববার বিকেলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) তাজমিন আলম তুলি অভিযান পরিচালনা করে দোকান উচ্ছেদ করে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেন। ওই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের মতইন বৌদ্ধ স¤প্রাদায় এলাকায়।

অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের মতইন মৌজার ৮৪৪ নং খতিয়ান এবং ২০৩ নং খতিয়ানের ৯০ নং দাগ এবং ৭৯২ নং দাগে মতইন বৌদ্ধ পাড়ার জনসাধারণের দৈনন্দিন চলাচলের রাস্তা। গত কয়েক দিন থেকে পার্শ্ববর্তী পরিকোট গ্রামের মোঃ লোকমান হোসেন ও তার লোকজন জায়গাটি ক্রয় করেছে দাবী করে রাস্ত বন্ধ করে দিয়ে। শনিবার দিবাগত রাতে টিন, কাঠ দিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ করে জোরপ‚র্বক স্থাপনা নির্মান শুরু করে। এরপর বৌদ্ধ স¤প্রাদায়ের লোকজন ঘটনাটি নির্বাহী অফিসার ও সেনবাগ থানা কে লিখিত ভাবে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়। এর পর বিকেলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) তাজমিন আলম তুলি অভিযান পরিচালনা করে নির্মান করা দোকান ঘর উচ্ছেদ করে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেন।

সেনবাগ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) তাজমিন আলম তুলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে দোকান উচ্ছেদ করে চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করা হয়েছে।

৪৪ বার ভিউ হয়েছে
0Shares