
বগুড়ার কাহালুতে ৬বছরের ১ শিশুকে ধর্ষণ ও অপর ১জনকে ধর্ষণের চেষ্টা।।

৩০ Views
বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসনে ৬ বছরের ১ শিশুকে ধর্ষণ ও অপর আরেক ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা থানায় নুর ইসলাম (৪০) নামে এক লম্পটের বিরুদ্ধে শুক্রবার দিবাগত রাতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী অসহায় পরিবার । পলাতক লম্পট নুর ইসলামকে ধরতে অভিযান চালাচ্ছে থানা পুলিশ।
গত ১২ মার্চ /২৫ ইং বুধবার দুপুরে আবাসনের ঘরে কেউ না থাকায় ২ শিশুকে চকলেট ও টাকার লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে গিয়ে ১ জনকে ধর্ষণ ও অপরজনকে ধর্ষণের চেষ্টা চালায় লম্পট নুর ইসলাম।
নুর ইসলাম আড়োলা আবাসনের মৃত হবিবর রহমানের পুত্র।