বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালমনিরহাট ভোকেশনাল মোড়ে গড়ে উঠেছে ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার 

লালমনিরহাট ভোকেশনাল মোড়ে গড়ে উঠেছে ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার 

লালমনিরহাট প্রতিনিধি; লালমনিরহাট শহরের ভোকেশনাল মোড়ে আধুনিক ও মানসম্মত ভাবে গড়ে উঠেছে ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার। এই সেন্টারে থাকছে ইকো টেস্ট, আল্ট্রাসনোগ্রাম, মানসম্মত প্যাথলজিক্যাল পরীক্ষা। আরো থাকছে অভিজ্ঞ সাফল্য ডাক্তার। স্থানীযরা জানান,ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার আগে থেকে মানসম্মত চিকিৎসা দিয়ে আসছে।সেখানে জেলারসহ বাহিরের রোগিও ভাল সেবা পেয়েছে। এখন জায়গা বড় হওয়ায় আরো সাফল্য হবে সাধারন মানুষের তাই ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টারের মঙ্গল  কামনা করেন সাধারন মানুষ ও স্থানীয়রা।
৩৭ বার ভিউ হয়েছে
0Shares