বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজাপুরে শিশুর মরদেহ উদ্ধার

রাজাপুরে শিশুর মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইয়ামিন নামে ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইয়ামিন খালের পানিতে ডুবে মারা গেছে বলে ওই শিশুর পরিবারের বরাদ দিয়ে জানায় পুলিশ। ইয়ামিন কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের রাজমিস্ত্রী মিরাজ মোল্লার ছেলে। রাজাপুর থানার এস আই সুব্রত পরিবারের বরাদ দিয়ে জানান, পরিবারের সকলের অজান্তে বসতঘরের পাশের খালে পড়ে নিখোজ হয় ইয়ামিন। খোজাখুজির এক পর্যায়ে তাকে অচেতন অবস্থায় পেয়ে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্বরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করে এবং পুলিশকে অবহিত করে। পরে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS