শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সেনবাগে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মোঃ ইসমাইলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল। সম্মেলনের উদ্বোধন করেন-নোয়াখালী জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল ওহাব, নোয়াখালী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবিএম আবদুল আলীম, মোঃ ইব্রাহিম পাটোয়ারী, নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম বাবু, সম্মেলন শেষে দুপুর দেড়টার সময় ৩০৩ জন শিক্ষক-কর্মচারীর প্রত্যক্ষ অংশ গ্রহনে ভোট গ্রহন শুরু হয় যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

৬২ বার ভিউ হয়েছে
0Shares