বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন

নওগাঁয় অবৈধ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন

২৬ Views

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর রানীনগর উপজেলায়  মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ইটভাটার  কিলন  এক্সকেভেটর দিয়ে আংশিক  ভেঙ্গে দেয়া হয়। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায়  রানীনগর উপজেলার কাশিমপুর  ইউনিয়নে একটি  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়  পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ ও   মেসার্স রিফাত ব্রিকস  নামক দুইটি ইটভাটার  কিলন  এক্সকেভেটর দিয়ে আংশিক  ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে  সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় । এছাড়া, মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ  এর নিকট থেকে ২০ হাজার টাকা এবং মেসার্স  রিফাত ব্রিকস্ এর  নিকট হতে ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

জানা যায়, মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ ও   মেসার্স রিফাত ব্রিকস  নামক দুইটি ইটভাটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের অংশ হিসাবে, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সার্বিক নির্দেশনায় এই অবৈধ ইটভাটা দুটির চিমনি ও কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল বলেন, শুধু রানীনগর উপজেলায় নয় জেলায় থেকে যে সকল পরিবেশ বিনষ্টকারি অবৈধ ইট ভাটা গুলো রয়েছে সকল ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া উচিৎ। তিনি আরও বলেন শুধু ২/১ টি ইট ভাটা ভেঙ্গে জনগণকে আইওয়াশ দেখালে চলবে না।

এই অভিযান পরিচালনা করেন, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ও আব্দুল্লাহ বিন জিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে  এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share This