শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বন্দরে সন্ত্রাসী হামলায় গৃহবধূ জখম

বন্দরে সন্ত্রাসী হামলায় গৃহবধূ জখম

বন্দর প্রতিনিধি: বন্দরে তুচ্ছ ঘটনার জেরে কুলসুমা বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত জখম ও শ্লীতাহানি করে নাক ফুল ছিনিয়ে নিয়েছে স্থানীয় উঠতি সন্ত্রাসী মুন্না গং। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে থানার একরামপুর পৌরসভা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত নারীর চিৎকারের শব্দে আশ পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে। এ ব্যাপারে আহত গৃহবধূ বাদী হয়ে হামলাকারি মুন্নাকে আসামী করে ওই দিন দুপুরেই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, রোববার দুপুরে থানার একরামপুর পৌরসভা এলাকার মৃত আজিজুল মিয়ার ছেলে মুন্নাসহ অজ্ঞাত ২/৩ জন মিলে বাড়িওয়ালার অনুমতি না নিয়ে চালতা পাড়ার সময় কুলসুমা বেগম তাদেরকে নিষেধকরে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হলে এক পর্যায়ে মুন্না ও তার সহযোগীরা মিলে কুলসুমা বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে নাক ফুল নিয়ে পালিয়ে যায়।

৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS