শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পঞ্চগড় : পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি।
শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে জেলা শহরের মিলগেট বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে চিনিকলের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সমিতির সভাপতি নাইবুল ইসলাম ও সম্পাদক শহীদুল্লাহ বলেন,২০১৭ সাল থেকে অবসরে যাওয়া ২৭৫ জন কর্মকর্তা কর্মচারির গ্র্যাচুইটি টাকা পাচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে মেয়ের বিয়ে দিতে পারছেন না। ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতে পারছেন না। অনেকেই অর্থাভাবে মৃত্যুবরণ করেছেন। অনেকেই আবার অসুস্থতায় ভুগছেন। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না।
অবসরোত্তর পরিশোধের দাবিতে ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন,২৭৫ জন কর্মকর্তা কর্মচারির গ্র্যাচইুটি বাবদ ১১ কোটি ৬০ লাখ টাকার প্রয়োজন।
কিন্তু বরাদ্দের অভাবে এ টাকা প্রদান করতে পারছে না চিনিকল কর্তৃপক্ষ। বেতন কমিশন ও মুজুরি কমিশনের এসব কর্মকর্তা কর্মচারির সবাই পাঁচ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পাওনা রয়েছে।
এদিকে ২০১৯-২০২০ মৌসুম থেকে চিনিকলটিকে বন্ধ ঘোষণা করা হয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারিদের অবিলম্বে গ্র্যাচুইটিসহ অন্যান্য আর্থিক সুবিধা প্রদান করা না হলে শান্তিপূর্ণ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আগামী ৬ সেপ্টেম্বর চিনি শিল্প ভবন ও শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এবং ৭ সেপ্টেম্বর একই স্থানে অবস্ধান গ্রহণ ও প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন। একই দাবিতে জেলা প্রশাসক ও ব্যবস্থাপনা পরিচালককে স্মারকলিপি প্রদান করা হয়।
পঞ্চগড় চিনিকলের সিডিএ রথীন্দ্র কুমার সিংহ ২০১৬ সালের ১৮ ডিসেম্বর অবসরে গেছেন। তিনি ১৯ লাখ টাকা পাবেন। প্রায়দিন মিলে এসে ব্যবস্থাপনা পরিচালকের নিকট ধর্না দিচ্ছেন। শুধুু আশ^াস ছাড়া কিছুই মিলছে না।
পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ জাহান মাফরুহা মানববন্ধনে এসে দুঃখ প্রকাশ করে বলেন, ২০১৭ সাল থেকে অবসরে যাওয়া ২৭৫ জন কর্মকর্তা কর্মচারির গ্র্যাইচুটি পাওনা রয়েছে। বাজেট বরাদ্দ না পাওয়ায় পরিশোধ করা যাচ্ছে না। বিষয়টি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যানকে লিখিতভাবে একাধিকবার জানানো হয়েছে।
এসময় মানববন্ধন বক্তব্য রাখেন, পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. নাইবুল হক, সাধারণ শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রথীন্দ্র নাথ সিংহ সহ অনেকে।

৮৯ বার ভিউ হয়েছে
0Shares