বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুরে স্বল্প মূল্যে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন

রংপুরে স্বল্প মূল্যে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন

রংপুর ব্যুরোঃ খাদ্যশস্যের বাজারমূল্যের উর্ধ্বগতির প্রবণতা রোধ করে নি¤œ আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজারদর স্থিতিশীল রাখতে সারা দেশে এক যোগে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক হলরুমে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এর আগে রংপুর রবার্টসনঞ্জ স্কুল মাঠে নি¤œ আয়ের মানুষের জন্য হয়েছে সরকারের স্বল্প মূল্যে চাল বিক্রি কার্যক্রম। সকালে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সিটি মেয়ের মোস্তাফিজার রহমান মোস্তফা ও জেলা প্রশাসক আসিব আহসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গোলাম রব্বানীসহ সকল কর্মকর্তা বৃন্দ। রংপুর সিটি কর্পোরেশন এলাকার ১৭ টি নির্দিষ্ট পয়েন্টসহ ৮ টি ভ্রাম্যমাণ ট্রাকে চলবে এই কার্যক্রম। এসময় সাধারণ মানুষসহ টিসিবির কার্ড ধারিরা পাবেন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে ৩ কেজি আটা। সাপ্তাহে পাঁচ দিন চলবে এই চাল বিক্রির কার্যক্রম। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জেলার ১ লাখ ৪৫ হাজার পরিবারকে ১৫ টাকা কেজিতে দেওয়া হচ্ছে এই চাল।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS