রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরলে বাংলাদেশী কিশোরের সাথে ভারতীয় কিশোরীর অবৈধ অনুপ্রবেশ

বিরলে বাংলাদেশী কিশোরের সাথে ভারতীয় কিশোরীর অবৈধ অনুপ্রবেশ

Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ;; খালা/মাসির বাড়ি ঘুরতে এসে জনতার হাতে আটক ভারতের সাগিরিকা রাণী রায় (১৪) নামের এক কিশোরী ও বাংলাদেশী কমল চন্দ্র রায় (১৭) নামের এক কিশোর। বিরল থানা সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটক বাংলাদেশী কিশোর ও ভারতের কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ঘটনায় বিরল থানায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের করে।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বড়বাড়ী গ্রামের বিসট চন্দ্র রায় এর ছেলে কমল চন্দ্র রায় (১৭) এবং ভারতের উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার কাশিমপুর গ্রামের রাজু চন্দ্র রায় এর মেয়ে সাগিরিকা রাণী রায় (১৪) বলে জানা গেছে।
জানা গেছে, বিরল উপজেলার ভান্ডারা বিওপি এলাকা দিয়ে কমল চন্দ্র রায় ও সাগরিকা রানী রায় ভারত থেকে চোরাইভাবে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে। ২২ ফেব্রæয়ারি শনিবার সকালে বিরলের ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাট মোড়ে এক হোটেলে নাস্তা খেতে যায়। নাস্তা খাওয়ার সময় তাদের কথা বার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা বলে পীরগঞ্জের বড়বাড়ি গ্রামে যাবে। তারা ভারত থেকে এসেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কমল চন্দ্র রায় (১৭) এবং সাগরিকা রানী (১৪) নামের দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আর্ন্তজাতিক সীমানা আইনে অবৈধভাবে অনুপ্রবেশ এর দায়ে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। আদালতের মাধ্যমে আটকৃকতদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদলাতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share This

COMMENTS