বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বর্তমান ফ্যাসিষ্ট সরকার ক্ষমতায় থাকতে বিদেশের কাছে ধর্ণা দিচ্ছে — আব্দুল কাইয়ুম চৌধুরী

বর্তমান ফ্যাসিষ্ট সরকার ক্ষমতায় থাকতে বিদেশের কাছে ধর্ণা দিচ্ছে — আব্দুল কাইয়ুম চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএমের সিদ্ধান্ত প্রমাণ করে নির্বাচন কমিশন যে শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ তা আবারো প্রমাণিত হয়েছে। সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এই নির্বাচন কমিশনের নেই।

শনিবার বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, এই সরকার যে তাবেদার সরকার, নতজানু সরকার, ওরা তো জনগণের কাছে যেতে পারবে না। এজন্য তারা এত অবিচার, এত অন্যায়, এত গুম-খুন। জনগণের কাছে তারা যাবে কি করে? জনগণের মধ্যে উনাদের কোন ভিত্তি নাই। এজন্য ওরা বিদেশের ভিত্তি তৈরি করছে। দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে বিদেশের কাছে ধর্ণা দিচ্ছে।

পৌর বিএনপির সাধারন সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ভিপি মাহবুব, কোহিনুর আহমদ, বিয়ানীবাজার বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন,গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি, উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান ফয়ছল, আশফাক আহমেদ চৌধুরী,এড. মুজিবুর রহমান, মামুনুর রশিদ মামুন,গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন, বদরুল আলম,সহসাধারণ এসএ রিপন, পৌর সহসভাপতি মুজিবুর রহমান, মিনহাজ চৌধুরী, ওলিউর রহমান শামীম, জয়নাল মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক এড. মামুন আহমদ রিপন, মুহিব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজাহান আহমদ, পৌর যুব দলের যুগ্ন আহবায়ক কামাল আহমদ,বাদল আহমদ, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক লিপন আহমদ,এমএ কাদির আহমদ, শাহনুর আহমদ, শিপন আহমদ,এহসান আহমদ,জিয়া আহমদ, সুলতান মাহমুদ,মহশিন আহমদ,জামিল আহমদ, জামান আহমদ, সালাহ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, জাকির আহমদ, যুগ্ন আহবায়ক শিপু ইসলাম, হুসাম আহমদ, শাহিন আহমদ, আলতাফ হোসেন, মুন্না আহমেদ, রুমান আহমদ, মারজান আহমেদ,শাকিব আহমদ, সজিব আহমদ,ফাহিম আহমদ,মান্না (২) প্রমুখ।

এর আগে দুপুর আড়াইটায় আরেকটি গ্রুপের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের মার্ভেলাস টাওয়ার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নূর ম্যানশনের সামনে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও পৌর বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিলের পরিচালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সাবেক আহবায়ক হাসান এমাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুফি

৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS