শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দলীয় নেতা কর্মিদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়েছেন 

দলীয় নেতা কর্মিদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়েছেন 

শার্শা(যশোর) সংবাদদাতাঃ দলিয় নেতা কর্মিদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পদক নবীনওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা সরদার কনক। গত ১৪ই এপ্রিল বিকেলে তার নিজ বাসভবনে আয়োজিত ইফতার পূর্ব অনুষ্টানে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি সমবেত নেতা কর্মীদেরে উদ্দেশ্যে বলেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর ৮৫-১ আসনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী। সে জন্য সকলকে ভেদাভেদ ভুলে মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এক্ষনি প্রস্তুতি নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ও সাবেক শার্শা উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উলাশী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কায়বা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বাবলু, প্রভাষক আলাল, ছাত্রলীগ নেতা শাহারীন আলম বাদল, রেজাউল ইসলাম রেজা সহ প্রমুখ। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উলামা লীগনেতা মাওলানা তৈয়বুর রহমান।

১৩৮ বার ভিউ হয়েছে
0Shares