শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে রাস্তার পাশে চলছে মুরগির বিষ্ঠা সহ লিটারের জমজমাট ব্যবসা।।

বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে রাস্তার পাশে চলছে মুরগির বিষ্ঠা সহ লিটারের জমজমাট ব্যবসা।।

৮৬ Views

কাহালু (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট টু কাহালু রাস্তার মাঝখানে অস্বাস্থ্যকর পরিবেশে খোলামেলা ভাবে মুরগির বিষ্ঠাসহ ধানের কুড়ো মিশানো লিটার খোলা ভাবে রাস্তার পাশে ফেলে রেখে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গাড়ি লোড আনলোড।

এই এলাকা যেন ধুলোবালি দিয়ে ময় হয়ে থাকে সব সময়। রাস্তার পথযাত্রীসহ এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এর দুর্গন্ধে। এতে করে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। স্থানীয় এলাকাবাসী সহ রাস্তার পথযাত্রী ও স্কুল কলেজগামে ছাত্র-ছাত্রীরা স্থানীয় প্রশাসনের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অতি দ্রুত পরিবেশ দূষণ রক্ষার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন । জনস্বার্থের বিবেচনার দিক দিয়ে অতি দ্রুত আইনাক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।

Share This