বাঘায় প্রতিবেশির মারপিটে আহত আনসার ভিডিপির দলনেত্রী


বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় প্রতিবেশির মারপিটে আহত হয়েছেন আনসার ভিডিপির দলনেত্রী শাহানাজ বেগম। বুধবার (৭-৫-২০২৫) সকালে উপজেলা বাউসা ইউনিয়নের ধন্দহ বিনিময় পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। শাহানাজ বেগম বাউসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আনসার ভিডিপির দলনেত্রী তহিদুল ইসলামের স্ত্রী।
স্বামী তহিদুল ইসলাম জানান, বুধবার সকালে আমার বাড়ির পাশে খড়ি রাখছিলেন শুজেলা বেগম তাকে নিষেধ করলে। নাসির উদ্দিন ও তার স্ত্রী অতর্কিতভাবে মারপিট করতে থাকে। পরে শাহানাজ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনায় আনসার ভিডিপির দলনেতী শাহানাজ বেগম বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#