মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে স্বাচ্ছন্দে ফিরেছে সবজির বাজার চাল ও মাছের দাম চড়া

ঘোড়াঘাটে স্বাচ্ছন্দে ফিরেছে সবজির বাজার চাল ও মাছের দাম চড়া

৭৩ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সরবরাহ বাড়া শীতকালীন শাক-সবজির দামে স্বাচ্ছন্দে ফিরেছে সবজির বাজার, স্বস্তি ফিরেছে জন সাধারণ। তবে চাল ও মাছের চড়া দামে সেই স্বস্তি যেন অনেকটাই ফিকে হয়ে আসছে । নানা জাতের মাছে বাজার ভরপুর থাকলেও দাম কিছুটা বাড়তি দেখা গেছে। গতকাল শুক্রবার ঘোড়াঘাটের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। পৌষের মাঝপথে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঘোড়াঘাটের বাজারগুলোতে বাড়ছে শীতকালীন শাক-সবজির সরবরাহ। দোকানিরাও এর পরসা সাজিয়ে বসছেন। এত দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ২০-২৫ টাকা, করলা ৪০ টাকা, মুলা ১০ টাকা, লতি ৩০-৩৫ টাকা ও পটোল ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, গাজর ৩৫-৪০ টাকা, ক্ষিরাই ৪০ টাকা, কোঁচা টমেটো ৪০ থেকে ৫০ টাকা, শিম ১৫-২০ টাকা, শালগম ২০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির দামে স্বস্তি ফিরলেও বাজারে এখনও মাছের দাম চড়া ।
ঘোড়াঘাটসহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি হচ্ছে সুস্বাদু এ রুপালি মাছ। গরিবের পাঙাস মাছ ১৪০-১৮০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও দেশি কৈ ৪০০, চাষের কৈ ৩৫০ টাকা , শিং মাছ ৪০০-৪৫০ টাকা, দেশি মাগুর ৫০০, রুই মাছ আকৃতি ভেদে ১৮০- ৩০০ টাকা বড় কাতল মাছ ৪৫০ টাকা, ছোট কাতল ৩৫০, কার্প মাছ ২০০-২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত তিন সপ্তাহে চিকন চালের দাম কেজিতে ৪ থেকে ৮ টাকা এবং মোটা ও মাঝারি চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে। বাজারে বর্তমানে প্রতি কেজি মিনিকেট ৬৯-৮০ টাকা, আটাইশ ৬০-৬২ টাকা, মোটা স্বর্ণা ৫২-৫৬ টাকা, নাজিরশাইল ৭৬-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকা।

Share This