বাঘার বাউসা ইউনিয়নে এক চাঞ্চল্যকর চুরি


রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর পূর্ব পাড়া গ্রামে সোমবার (৪ মে) দিবাগত রাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা।
জানা গেছে, অমরপুর গ্রামের বাসিন্দা ইমদাদুল হক এর বাড়িতে রাতে অজ্ঞাত চোরেরা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরে ঢুকে ২ টি রুমের ড্রেসিং টেবিল, আলমারি ও বাক্স থেকে সোনার অলংকারসহ প্রায় ৫ লক্ষ টাকার নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। ইমদাদুল হকের দুই মেয়ে এক ছেলে। মেয়ে ও ছেলে সবাই বাইরে থাকে।
পরিবার সূত্রে জানা গেছে, একই শাড়িতে তিনটি রুম, প্রথম রুমে ইমদাদুল হক ও তার স্ক্রী ঘুমিয়েছিলেন। সকালে ইমদাদুল হক নামাজ শেষ করে অন্য একটু রুমের তালা খুললেও দরজা খুলতে পারে না পরে বুজতে পারে ভিতর থেকে হয়তো সিটকানি আটকানো, সন্দেহ বেড়ে যায় পরে বাকি দুই রুমের জানালার অবস্থা দেখতে লক্ষ করে তার যে জানালা দড়ি দিয়ে বাঁধা সেই জানালা দড়ি কেটে গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। আর এই ঘটনার সময় বাড়ির সদস্যরা ঘরের অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরে এলাকাবাসীর সহায়তায় বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।
ইমদাদুল হক বলেন, কারা বা কাহারা এমন কাজ করেছে ধারণা করতে পারি নি। চোরেরা ঘরের সবকিছু তছনছ করে দিয়েছে। ব্যক্তিগত ভাবে আমার কারো সাথে রাগারাগি নেই। ধারণা করছি প্রায় ৫ লক্ষ টাকা আর আমার দুই মেয়ে ও ছেলে বউয়ের স্বর্ণালংকার সব চুরি হয়ছে। আমরা খুবই অসহায় হয়ে পড়েছি।”
এ ঘটনায় বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত পেনেল চেয়ারম্যান রহমান হোসেন বলেন, “এই চুরির ঘটনা আমাদের এলাকায় সত্যিই খুবই দুঃখজনক ও উদ্বেগজনক। আমি ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছি এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি।
এ ঘটনায় বাঘা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছেন তাদের অভিযোগ পেলে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।