বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্রাম আদালতকে শক্তিশালী করার লক্ষে মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

গ্রাম আদালতকে শক্তিশালী করার লক্ষে মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

৯৫ Views

শার্শা (যশোর) সংবাদদাতা \ গ্রাম আদালতকে শক্তিশালী করার লক্ষে মত বিনিময় সভা ও এ কার্যক্রমের ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শার্শা লক্ষণপুর ইউনিয়নে গ্রাম আদালতকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছানর জন্য ৪৫ জন অংশ গ্রহনকারীকে স্বচেতনতা মুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লক্ষণপুর ইউনিয়ন পরিষদের প্রশাষনিক কর্মকর্তা হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে মত বিনিময় করেন জেলা ম্যানেজার মহিতোষ কুমার রায়। তিনি বলেন ২০০৬ সাল থেকে গ্রাম আদালতের কার্যক্রম সুরু হয়। বর্তমানে ২০২৫ সালে স্থানীয় সরকার বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্প যা স্থানীয় সরকার পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় দ্বারা পরিচালিত হচ্ছে। মাত্র ১০ টাকায় ফৌজদারী ও ৩০ টাকা ফি দিয়ে দেওয়ানী মামলা করা যাবে। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ বা বিবাদ নিষ্পত্তি¡র ব্যবস্থা যা ন্যায্য বিচার লাভে সহায়তা করে। পরবর্তীতে যাতে আদালতে যেতে না হয় সে লক্ষ নিয়েই গ্রাম আদালত কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বমনায়কারী রুহুল আমিন, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহাসান হাবিব খোকন, সাধারণ সম্পাদক সামছুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসেন, তোফাজ্জেল হোসেন লিটন, সহ অন্যান্য প্রমুখ।

Share This