শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

ধামইরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

ধামইরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মহান মে দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় আমাইতাড়া মোড় হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ধামইরহাট সফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ধামইরহাট উপজেলা শাখার সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক। সমাবেশে জেলা জামায়াদের সহকারি সেক্রেটারি নাজমুল হক, জেলা যুব বিভাগের সভাপতি মো. মারুফ আহমেদ, কর্ম পরিষদ সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা এ কে এম ফজলুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান (জুয়েল), নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারী মাওলানা মো. রেজুয়ান, উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক আবু সালেহ মুন্নাসহ জামায়াতে ইসলামের বিভিন্ন ইউনিয়ন ও শ্রমিক শাখার নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

২৫ বার ভিউ হয়েছে
0Shares