বিএনপিই শ্রমিকদের জন্য করেছেন শ্রম মন্ত্রনালয় স্থাপন আর হায়েনা হাসিনার দল শ্রমিকদের করেছেন শোষন —সাবেক এম.পি সামসুজ্জোহা খান


ধামইরহাট নওগাঁ প্রতিনিধি-
নওগার ধামইরহাটে মহান মে দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা শ্রমিকদলের উদ্যোগে র্যালী শেষে উপজেলা শ্রমিকদলের সভাপতি ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি নওগাঁ ২ আসনের সাবেক এমপি মোঃ সামসুজ্জোহা খান বলেন,‘দেশে বিএনপিই প্রথম শ্রমিকদের জন্য করেছেন শ্রম মন্ত্রনালয় স্থাপন, আর হায়েনা হাসিনার দল শ্রমিকদের করেছেন শোষন।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএপির সভাপতি সহিদুর রহমান সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান, উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃ হানজালা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার কায়সার বুলবুল, আড়ানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম কবির মিল্টন, জেলা মহিলা দলের সহ সভাপতি মাজেদা বেগম, যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান শাহিন, পত্নীতলা যুবদলের যুগ্ম আহবায়ন বায়েজিদ হোসেন শাহিন, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক ও অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক মেহেরুল হাসান মেবু, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আবু হোসেন,উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর যুবদলের আহবায়ক মোঃ আলতাফ হোসেন, পৌর কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক মোঃরিপন প্রমুখ।
অপরদিকে উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল হোসেনের নেতৃত্ব বেলা সাড়ে ১০ টায় শ্রমিকদের একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে গিয়ে শ্রমিকদের নির্দেশনার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয় এবং ট্র্যাক টেংকলড়ি কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক বাবুল আক্তার বাবু ও সদস্য সচিব আশরাফ হোসেন চৌধুরী শিপনের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। এছাড়াও রিক্সা ভ্যান শ্রমিক, ইজিবাইক শ্রমিক পৃথক পৃথকভাবে র্যালী বের করে।