শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ২১ জুলাই সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, উপজেলা আ’লীগ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, পরিবার পরিকল্পনা সহকারী গোলাম সরফরাজ রাঙ্গা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো.সাদ্দাম হোসেন, ফিরোজ হোসেন, রাব্বি হোসেন, সোহেল রানা, সোহরাব হোসেন, মোসা. নাসিমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী রেহেনা সুলতানা, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা ইয়াসমিন, শ্রেষ্ঠ পরিবার পকিল্পনা পরিদর্শক ফিরোজ হোসেন, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরুজ্জামান, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে জগদল কে ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে সম্মাননা প্রদান করা হয়।

১০৮ বার ভিউ হয়েছে
0Shares