বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক দলের নেতাকে ফাঁসাতে সিরাজগঞ্জে অস্ত্র মামলা

কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক দলের নেতাকে ফাঁসাতে সিরাজগঞ্জে অস্ত্র মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি  ;  পতিত  আওয়ামীলীগ সরকারের কুষ্টিয়ার দুই প্রভাবশালী নেতার মদদে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস. এস আল হোসাইন সোহাগকে সিরাজগঞ্জের একটি আলোচিত অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা এস. এস আল হোসাইন সোহাগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ বলেন, ২০২৩ সালের ২ জুলাই কুষ্টিয়ায় আমার উপর সন্ত্রাসী হামলা হয়। এরপর ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় ১৩ জুলাই আমার স্ত্রী বাদী হয়ে আদালতে মামলাও করেছে। অথচ চিকিৎসাধীন থাকা অবস্থায় জানতে পারি কুষ্টিয়ার একটি হত্যা মামলায় আমাকে আসামী করা হয়েছে। ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় ২০২৪ সালের ৫ মার্চ সিরাজগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি আলোচিত অস্ত্র মামলায় আমাকে আসামী করা হয়। জানতে পারি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামীলীগের শীর্ষ নেতা মাহবুবুল আলম হানিফের নির্দেশে আমাকে ওই অস্ত্র মামলায় জড়ানো হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের নিরপেক্ষ তদন্তে আমাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এ অবস্থায় সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশের চার্জশিটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: রুবেল ও ভেড়ামারা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি উপস্থিত ছিলেন।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS