মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
টাঙ্গাইলে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে একটি নির্মাণাধীন ভবনের কূপ স্থাপনের সময় মাটির নীচে চাপা পড়ে দুই শ্রমিকের মুত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে পৌরসভার আশেকপুর এলাকার মোঃ নজরুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাঁচজন শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনে সেপটিক ট্যাংকের (কূপ স্থাপন) জন্য মাটি খুঁড়ছিলেন। এসময় আনন্দ এবং নিধন মাটির নীচে চাপা পড়েন। পরে উপরে থাকা অন্য তিন শ্রমিক ডাক চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বেকু দিয়ে মাটি সরিয়ে আনন্দ ও নিধনের মরদেহ উদ্ধার করে।টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরচালক রেজাউল করিম জানান, খবর পেয়ে তারা এসে মরদেহ দুটি উদ্ধার করেন।
৩৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS