শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে সাহিত্য মেলার সমাপনী-শিক্ষার্থীদের বই পড়তে এমপি শহীদুজ্জামানের আহবান

ধামইরহাটে সাহিত্য মেলার সমাপনী-শিক্ষার্থীদের বই পড়তে এমপি শহীদুজ্জামানের আহবান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বাংলা একাডেমীর সমন্বয়ে ২দিন ব্যাপী উপজেলা সাহিত্যমেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট বিকেল ৫ টায় সরকারি এম এম কলেজ মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় সাহিত্য মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি শিক্ষার্থীদের বই পড়তে বিশেষ আহবান জানান। এ সময়প্রধান অতিথি নওগাঁ-বগুড়া ও লালমনিরহাটসহ বিভিন্ন এলাকা থেকে আগত কবি ও আবৃতি শিল্পীদের কবিতা পাঠ ও বিভিন্ন গল্প, ছড়াপাঠ শ্রবণ করেন এবং মুগ্ধ হোন। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজান রহমান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, স্বাগতবক্তা প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, কণ্ঠশিল্পী ও কবি আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
বহুল প্রত্যাশিত এই সাহিত্য মেলায় কবিগণ যেন প্রাণ ফিরে পেয়েছেন, দুই দিনের এই মেলায় উপজেলা প্রশাসন, সরকারি এম এম কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগ, চকময়রাম, সফিয়া ও বালিকা উচ্চ বিদ্যালয়, ধামইরহাট ফাজিল মাদ্রাসা ও মজিবুর রহমান স্মৃতি গন্থাগার সহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেন এবং এর ধারাবাহিকতার দাবী জানান।

২৪৬ বার ভিউ হয়েছে
0Shares