শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
২১আগষ্টের গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের রায় কার্যকর করার দাবীতে সেনবাগে যুবলীগের বিক্ষোভ প্রতিবাদ সভা

২১আগষ্টের গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের রায় কার্যকর করার দাবীতে সেনবাগে যুবলীগের বিক্ষোভ প্রতিবাদ সভা

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এভ্যিনিউতে আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলা মামলায় অভিযুক্তদের বিচারের রায় কার্যকর করার দাবীতে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সেনবাগ পৌরসভা যুবলীগ।

রোববার বিকেলে সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে পৌরসভা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম রিপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য রাখেন-পৌরসভার যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম রিপন, উপজেলার যুবলীগ নেতা মোঃ সেলিম, যুবলীগ নেতা আবদুল হাকিম মেম্বার, ভুট্রো খান, জানেআলম প্রমুখ। বক্তরা অভিলম্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওয়াতায় এনে রায় কার্যকর করার দাবী জানান।

৫৪ বার ভিউ হয়েছে
0Shares