মধুখালীতে কুড়িয়ে পাওয়া ব্যাংকের চেকের বিপরীতে নোটিশ পাঠিয়ে ১০ লক্ষ টাকা দাবি
৩ Views
শাহজাহান হেলাল (ফরিদপুর)প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬খ্রিঃ সোমবার : ফরিদপুরের মধুখালীতে রাস্তায় পাওয়া ব্যাংকের চেক পেয়ে ঐ চেক দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পেরে চেকের মালিকের নামে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার খোদ্দ মেগচামী গ্ৰামের মৃত মোকাররম শেখের ছেলে মোঃ আতিয়ার শেখ, উল্লেখ্য ১৯ নভেম্বর ২০২৪ খ্রি, তারিখে অঞ্জনা নামের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের আমুরদী গ্রামের মোঃ জালাল মোল্যার ছেলের বউ অঞ্জনা বেগম মধুখালী কেনাকাটা করার উদ্দেশ্যে যায় সাথে থাকা পূবালী ব্যাংক মধুখালী উপজেলা শাখার দুটি চেকের পাতা
যাহার নং – BS 25-D-9390901/ অপর টি -BS 25- D-9390902 মধুখালী রাস্তার যে কোন স্থানে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তখন তিনি থানায় যান, থানায় গেলে ডিউটি অফিসার তাকে জিডি করতে বলেন।
২ জানুয়ারী২০২৫ ইং তারিখে তিনি জিডি করেন। জিভি নং (৬০) ২ জানুয়ারি ২০২৫ ইং পরবর্তীতে জিডির কপি পুবালী ব্যাংকের ম্যানেজারকে হস্তান্তর করা হয় ।
জানুয়ারী মাসের ২০ তারিখে ২০২৫ ইং তার নামে শামিম উজ জামান বার অ্যাসোসিয়েশন রাজবাড়ী কর্তৃক স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
লিগাল নোটিশ দাতাঃ মোঃ আতিয়ার শেখ পিতা মৃতঃ মোকাররম শেখ, গ্রামঃ খদ্দ মেগচামী ডাকঃ ভীম নগর, উপজেলা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী।
এ ব্যাপারে মোছাৎ অঞ্জনা বলেন মোঃ আতিয়ার শেখের সর্বোচ্চ শাস্তি কামনা করেন, যাতে পরবর্তীতে এই ধরনের অপরাধিরা কারো সাথে এ ধরনের প্রতারণা করতে না পারে।