বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাট থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারু মাদক ব্যবসায়ীসহ আটক -১০

ধামইরহাট থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারু মাদক ব্যবসায়ীসহ আটক -১০

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়ারু সহ ১০ জনকে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। ৩ জুন রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্র জানায়, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর গ্রামের মৃত ছয়ফর আলীর ছেলে সাদেকুল ইসলাম, মৃত ইসমাইল হোসেনের ছেলে সুমন হোসেন, মৃত নুর ইসলামের ছেলে দুলাল হোসেন, রেজাউল করিমের ছেলে আব্দুল মমিন, মুসলিম মন্ডলের ছেলে এরশাদ আলী মন্ডল, নুরুল ইসলামের ছেলে ভুট্টো ও শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানাকে জুয়া খেলার বোর্ড থেকে আটক করা হয় এবং রুপনারায়নপুর গ্রামের আব্দুল গণির ছেলে আনোয়ার হোসেনকে ১০ পিস ইয়াবা ও ফৌজদারী অপরাধের মামলায় মনছুর আলীর ছেলে ফিরোজ হোসেন বাবু ও পত্নীতলা উপজেলার ফয়েজ উদ্দিনের ছেলে রহমান আলীকে আটক করা হয়।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, আটকৃতদের পৃথক মামলায় ৪ জুন কোর্টে প্রেরণ করা হয়েছে, মাদক এবং জুয়ার বিরুদ্ধে ধামইরহাট থানা পুলিশ অভিযান অব্যাহত রাখবে।

২৫৭ বার ভিউ হয়েছে
0Shares