পটুয়াখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
১৪ Views
পটুয়াখালী প্রতিনিধি।। প্রতিবছরের ন্যায় ও যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ও দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহম্মেদ, প্রানী সম্পদ কর্মকর্তা সুবেন্দু সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম, দশমিনা পল্লী বিদুৎ সমিতির সাব জোনাল অফিসার এজিএম আবুল কালাম আযাদ, উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, উপজেলা একাডেমি সুপার ভাইজার মু. নেছার উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা খালিদ হোসেন, সরকারি বেসরকারি দপ্তর প্রদানগন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সামাজিক রাজনৈতিকব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।