শনিবার- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
বাঁশখালীতে হয়রানীমুলক মামলায় ৯বম শ্রেনীর ছাত্রের জামীন লাভ।

বাঁশখালীতে হয়রানীমুলক মামলায় ৯বম শ্রেনীর ছাত্রের জামীন লাভ।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনকে কেন্দ্র করে  প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নোমানের সমর্থকদের হয়রানির উদ্দেশ্য ৯ম শ্রেণির এক ছাত্রকে সন্দিগ্ধ আসামি করে ০২ টি মামলায় আসামী হিসেবে বাঁশখালী থানা পুলিশ আটক পূর্বক বাঁশখালী আদালতে প্রেরণ করলে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাননীয় বিজ্ঞ জজ উভয়পক্ষের আইনজীবিদের জেরা শুনে কিশোর ছাত্রক  জামিনে মুক্তির আদেশ প্রদান করেন।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট নাজমুল আলম চৌধুরী জানান, বাঁশখালী থানার মামলা নং- ২৪ (তারিখ ১৩/০৭/২০২২ ইং) পেনাল কোড ধারাঃ১৪৩/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/ ৪৪৮/ ৩৭৯/৩৮০/৪২৭/৫০৬ অভিযোগে সন্দিগ্ধ আসামী  হিসেবে মোঃ মোজাম্মেল(১৫) পিতাঃ মোহাম্মত আলী, সাং পালেগ্রাম সাতকানিয়া পাড়া, ৫নং ওয়ার্ড, বাঁশখালী, চট্টগ্রাম। বাঁশখালী থানা পুলিশ তাকে আটক করিয়া আজ আদালতে প্রেরন করিলে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী জনাব এডভোকেট নাজমুল আলম চৌধুরী বিজ্ঞ আদালতে শুনানীতে অত্র মামলার ১,২,৪,৫,ও ৭ নং আসামি গত ০৩/০৮/২০২২ ইং তারিখে মাননীয় হাই কোর্ট ডিভিশন হইতে এবং অন্যান্য আসামি গণ বাঁশখালী আদালত হইতে আত্মসমর্পণ করিলে আদালত তার জামিন মন্জুর করেন। মোজাম্মেল একজন ৯ম শ্রেণির ছাত্র ও সন্দিগ্ধ আসামী হওয়ায় জনাব মাইনুল ইসলাম এর আদালত বাঁশখালী থানার অপর আরেকটি মামলা নং ৪৭ (তারিখ ২৭/০৭/২০২২ ইং) মামলায়ও জামিন মন্জুর করেন। আসামি ন্যায় বিচার পাওয়ায় আসামি পক্ষের আইনজীবী ও আসামীর পরিবার আদালতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ পুলিশ প্রতিবেদন প্রত্যাশা করেন।
৪৭ বার ভিউ হয়েছে
0Shares