সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোাড়াঘাটে কৃষকের ভুট্টার গাছ কেটে দেওয়ার অভিযোগ

ঘোাড়াঘাটে কৃষকের ভুট্টার গাছ কেটে দেওয়ার অভিযোগ

Views

ঘোাড়াঘাট (দিনাাজপুর ) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পূর্বশত্রুতার জেরে ধরে এক কৃষকের ২৫ শতাংশ জমির ভুট্টার গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী কৃষক জমির মালিক মো. জাকিরুল ইসলাম । ঘটনাটি ঘটিয়েছে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে । ওই গ্রামের রাশেদুল ইসলাম, নামের এক যুবক তিনি জানান, আমি সকাল বেলা আমার ফসলি জমি দেখতে যাই, ফিরে আসার সময় দেখতে পাই জাকিরুল ভাইয়ের ভুট্টার জমিতে ভুট্ট্রার গাছ কেটে ফেলা হয়েছে, আমি পরে জাকিরুল ভাই কে খবর দেই। ভুক্তভোগী কৃষক জাকিরুল ইসলাম বলেন, বিগত কিছুদিন আগে এই জমিটি আমি ক্রয় করি ওই সময় জমি ক্রয়ের সূত্র ধরে জাহিদুল ইসলামের সঙ্গে আমার বিরোধ চলে আসছে। এমন কি বিভিন্ন লোকজনের সামনে বলাবলি করেন যে, ওই জমিতে আমি কোন ফসল ফলাতে দিব না। ভুক্তভোগী জাকিরুল ইসলামের সাক্ষাৎকার অনুযায়ী বলেন যে, আমার সম্পন্ন ক্ষতি জাহিদুল ইসলাম নামে ব্যক্তি করেছে এবং গ্রামের কতিপয় গ্রামের কিছু লোকের সাক্ষাৎকারে জানান, জাহিদুল ইসলামের কথা উল্লেখ করেছেন। এবং ২৫ শতাংশ জমিতে আনুমানিক ৪০ থেকে ৪৫ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানান। কৃষক জাকিরুল ইসলামের জমির আশেপাশে জমির মালিকেরাও জানান, জাহিদুল ইসলাম ছাড়া এ ভুট্ট্রার গাছ কেউ ক্ষতি করে নাই। এই বিষয়ে তদন্ত পূর্বক অভিযুক্ত ব্যক্তি কে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন জাকিরুল ইসলাম সহ এলাকার লোকজন।

Share This

COMMENTS