শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়া পৌরসভার বাজেট ঘোষনা

সাঁথিয়া পৌরসভার বাজেট ঘোষনা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া পৌরসভার ২০২২-২০২৩ ইং অর্থ বছরের ১শ’ ৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৮১৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে ও কার্যসহকারী আবু ঈসা শফিউল আলমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামাান শাহিন। বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষক আব্দুল বারিক। এ সময় সাংবাদিক,পৌর কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন। বাজেটে ১শ’ ৭ কোটি ৬৬ লাখ ৬৫ হাজার ৮১৪ টাকা আয় ও ১শ’৬ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৫৬৮ টাকা ব্যয় এবং ১শ’৪০ লাখ ৩৭ হাজার ২৪৬ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। পৌর মেয়র সাঁথিয়া পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন।

২৪ বার ভিউ হয়েছে
0Shares