
মধুখালীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন ও বিক্ষোভ

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ৫ জুন রোবাবারঃ ফরিদপুরের মধুখালীতে বেতন-ভাতার বৃদ্ধির দাবীতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট মধুখালী উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন রোবাবার সকাল সাড়ে ১০টায় মধুখালী রেলগেট এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট মধুখালী উপজেলা শাখার আহবায়ক মোঃ আবু তাহেরের সভাপতিত্বে প্রায় ঘন্টা মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচী পরবর্তী ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা বিক্ষোভ প্রদক্ষিণ করে সাংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মোঃ নাসিরুজ্জামান,যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আতিয়ার রহমান,মোঃ কামরুজ্জামান, আঃ রশিদ ও এমদাদ হোসেন প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন বতর্মান বাজারের দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে কোম্পানী গুলোর কাছে আমাদের বেতন ভাতা বৃদ্ধির দাবী রাখি।