সেনবাগে পুলিশের অভিযান বিপুর পরিমান অস্ত্র গুলি ও গাঁজা উদ্ধার
৩৪ Views
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সেনবাগে পুলিশ এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি,গাঁজা ও অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত দুইটি পিকআপ সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৭ টি দেশী বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯ টি ম্যাগাজিন, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি, ১২ কেজি গাঁজা ও অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত ২ টি পিক-আপ।
আটককৃতরা হলোঃ চাটখিল পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছয়আনী টবগা বড় ভূঁইয়া বাড়ির বাবলু ছেলে বাদর হোসেন (২১) চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউপি ২ নং ওয়ার্ডের রুইতখালী গ্রামের আমিন পাটোয়ারী বাড়িরআবদুস সাত্তারের ছেলে মোঃ রবিন(২৮), কুমিল্লার লালমাই থানার বাগমারা উত্তর ইউপির সৈয়দপুর জসিম উদ্দিন হাজী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মুরাদ হোসেন(২২), সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউপির দেওটি গ্রামের সাইফুল আলমের ছেলে মোঃ বাহার(৩০), বেগমগঞ্জের ১৪ নং হাজ্বীপুর গ্রামের উজির আলীর ব্যাপারী বাড়ির কামাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪)।
জানাগেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সদস্যরা গোপন সংবাদের খবর পায় কতিপয় সন্ত্রাসী ও মাদক ব্যাবসী চট্টগ্রাম থেকে পিকআপ যোগে নোয়াখালী অভিমুখে আসছে। এখব পেয়ে তারা সেনবাগের সেবারহাট বাজারে সায়েত প্লাজার সামনে চেকপোস্ট বসিয় যানবাহন তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে অস্ত্রসহ দুইটি পিকআপ আটক করে অস্ত্র গুলি ও গাঁজা উদ্ধার করে।
বিকাল ৪ টার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত জানিয়ে প্রেস ব্রিফিং করা হবে