বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ক্যাবের সদর উপজেলা কমিটি গঠন 

সিরাজগঞ্জে ক্যাবের সদর উপজেলা কমিটি গঠন 

Views
সিরাজগঞ্জ প্রতিনিধি  : কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রেজাউল করিম রঞ্জুকে সভাপতি ও হুসনে আরা জলিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।  বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার আমলাপাড়ায় পিডাব্লিউডি কার্যালয়ে ক্যাব সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে  এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অন্যরা হলেন, সহসভাপতি পদে নিয়াজী সুলতানা,  সহসভাপতি  প্রিন্সিপাল ওয়াসিম, কোষাধ্যক্ষ পদে আবু জাফর খান টিপু, নির্বাহী সদস্য পদে সাংবাদিক এইচএম মোকাদ্দেস, আহসান হাবীব মুন্না,  মোস্তাক আহমেদ নওশাদ, জাফর আহমেদ, শাহীন পারভেজ ও আলহাজ্ব ফরহাদ হোসেন খানসহ ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম  ঘোষণা করা হয়।
এসময় সিরাজগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালকের প্রতিনিধিসহ অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Share This

COMMENTS