শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  

জলঢাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব্র্যাক মাল্টিক্লাস শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্র্যাকের জেলা সমন্বয়কারী আক্তারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বিজয়ী ৮৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান, দিলীপ কুমার রায়, আনোয়ারুল কবীর রতন, হারুন-অর রশীদ, হাবিবুর রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের (ব্র্যাক) সভাপতি আনিছুর রহমান ও প্রধান শিক্ষক শিমু হেলাল প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীগণ নাচ ও সংগীত পরিবেশন করে। উল্লেখ্য গত বুধবার দিনব্যাপী স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাল্টিক্লাস শিশু নিকেতনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় ৫ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
৩২ বার ভিউ হয়েছে
0Shares