
কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা নিহত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা সেনবাগের মোঃ ফারুক (৪৫) মারা গেছে। ফারুক সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড শায়েস্তানগর জহির উদ্দিন হাজী বাড়ি (কামলা বাড়ির) খাজা মিয়ার ছেলে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে (কফিল) মালিককে নিয়ে কর্মস্থলে যাবার সময় সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা কোম্পানী প্রধান মালিকও আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থালে পৌছে ফারুকের লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে মর্গে রাখে। তার মৃত্যুর সংবাদ শুক্রবার দুপুরে সেনবাগের গ্রামের বাড়িতে পৌছলে পারিবারের সদস্যদের মাঝে শুরু হয় শোকের মাতম।
স্থানীয় যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন দুলাল পরিবারের সদস্যদের বরাদ দিয়ে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারুক দীর্ঘ ১২ বছর আগে জীবিকার সন্ধানে সুদুর কাতার পাড়ি জমান। ফারুক স্ত্রী, ৩মেয়ে, দুই ভাই ও মা রেখে মারা যান।