শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগের ইউপি নির্বাচন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী সহ ৪জনকে পিটিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা নারীসহ আহত ৯

সেনবাগের ইউপি নির্বাচন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী সহ ৪জনকে পিটিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা নারীসহ আহত ৯

মোঃ জাহাঙ্গীর আলম ,নোয়াখালী প্রতিনিধি ; আজ ১৫জুন অনুষ্ঠিতব্য নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সেবারহাট বাজারের স্বতন্ত্র রজনীগন্ধা মার্কার চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের ও তার পরিবারের ৫ সদস্যকে এবং ৫ নং ওয়ার্ডের শাহাজীর হাট বাজারে হেলমেট পরিহিত সন্ত্রাসীদের হামলা এক মেম্বার পদপ্রার্থী আলী আহম্মদ লিটন ও তার দুই সমর্থক ছাত্রলীগ নেতা মোজাক্কির বাপ্পুকে একটি ব্যবসা প্রতিষ্টানে ডুকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় । এসময় হেলমেট পরা সন্ত্রাসীরা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে এবং ব্যাপক বোমাবাজি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

ওই হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে বুধবার রাত ২ টা ৭ মিনিটের সময় মোহাম্মদপুর ইউপির সাহাজীরহাট বাজারে ।

রজনীগন্ধা প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের অভিযোগ করে বলেন সকাল ৭টারদিকে তিনি কর্মীদের এজেন্ট ফরম দেওয়ার জন্য তার বাসা থেকে বের হওয়া মাত্র একদল সন্ত্রাসী অর্তকিতে তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করে। এসময় সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা ভাংচুর করে তার নিকট থাকা তিনলাখ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। এবং মহিলাসহ ৫জনকে আহত করে। এসময় সন্ত্রাসীরা তার বাসা লক্ষ করে গুলি ছোড়েঁ বলেও তিনি জানান তিনি। ওই হামলার জন্য তিনি সরকার দলীয় নৌকা মার্কার প্রাথী ফিরোজ আলম ভূঁইয়া রিগানকে দায়ী করেন।

যোগাযোগ করলে অভিযোগ অস্বীকার করেন নৌকা মার্কার প্রাথী ফিরোজ আলম ভূঁইয়া রিগান শাহাজীর হাটের ওই হামলার সিসিটিভি ফুটেজ দেখা গেছে রাত ২ টা ৭ মিনিট থেকে ২ টা ১৯ মিনিট সময় পর্যন্ত সাদা রংয়ের একটি নোহা ও একটি হাইছ যোগে একদল হেলমেট পরিহত অস্ত্রধারী সন্ত্রাসী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ উল্লাহ বিএসসি ও চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম শিমুলের বাড়ীর দরজায় বোমার বিস্ফোরণে প্রকম্পিত করে তুলে। এসময় পুরো শাহাজীরহাট বাজারসহ আশপাশ এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে । এসময় সন্ত্রাসীরা মেম্বার পদপ্রার্থী আলী আহম্মদ লিটন ও ছাত্রলীগ নেতা মোজাক্কির বাপ্পুকে একটি ব্যবসা প্রতিষ্টানে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মাথা ফাটিয়ে এবং হাত পা ভেঙ্গে মারাত্মক ভাবে আহত করে চলে যায়। এসময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের তিনজনকেই নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রেরন করা হয়েছে।

এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী শাহাজীরহাটের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে,সেবারহাটের ঘটনা তিনি অবহিত নয় বলে জানান। উভয় ঘটনায় অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

১৩৩ বার ভিউ হয়েছে
0Shares