শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোণা পুকুরের কালর্ভাটের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

নেত্রকোণা পুকুরের কালর্ভাটের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোণা ঃ নেত্রকোণা জেলা শহরের পুকুরিয়া এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে একটি পুকুরের কালর্ভাটের পাশ থেকে একটি অজ্ঞাত শিশুর (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসী শুক্রবার সকাল দশটার দিকে জেলা শহরের পূর্ব-পুকুরিয়া এলাকার খাদিজা আক্তারের পুকুরের কালর্ভাটের পাশে একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে সূরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুল হকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

৪৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS