শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :; ‘‘বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ-বিনামুল্যে আইন সেবার দ্বার উন্মোচন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে দুর্গাপুর সিনিয়র সহকারী জজ আদালত চত্ত¡র হতে বিচারকবৃন্দ, আইনজীবী, জনপ্রতিনিধি, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুর্গাপুর চৌকি আদালত চত্ত¡রে দুর্গাপুর লিগ্যাল এইড এর চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সোলায়মান কবীর এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম মিয়া। অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, পৌর মেয়র আলহাজ মাওঃ আব্দুস ছালাম, আইনজীবী সমিতির সভাপতি এড. বিমল চন্দ্র সাহা, এড. মানেশ চন্দ্র সাহা, এড. এম এ জিন্নাহ, ওসি শিবিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আর্থিক অসচ্ছল সহায়সম্বলহীন নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার ও অসমর্থ প্রার্থীকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সর্ম্পকে সচেতন করাসহ সারা দেশের নাগরিকদের সুযোগ এর সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সর্বদা সচেষ্ট। সে আলোকে প্রজাতন্ত্রের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান অধিকারী। তাই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসমর্থ বিচারপ্রার্থীকে আইনগত সহায়তা প্রদানের লক্ষে “আইনগত সহায়তা প্রদান আইন ২০০০” বাস্তবায়নে ব্যাপকভাবে জনসচেতনতামূলক কর্মসূচী পালন করে যাচ্ছেন। উপস্থিত সকলকে বিনামূল্যে আইনি সহায়তা নেয়ার আহবান জানানো হয়।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS