উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ ২ মাদককারবারী গ্রেফতার
২৯ Views
কায়সার হামিদ মানিক,কক্সবাজার। কক্সবাজারের উখিয়া উপজেলার ধুরুমখালী এলাকা থেকে পোল্ট্রি মুরগী বহনের গাড়িতে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধুরুমখালী এলাকায় জামাল মার্কেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম লেদা এলাকার মৃত নজির আহম্মদ এর ছেলে নুরুল ইসলাম (২৮)৯নং ওয়ার্ডের মুচানি পাড়া এলাকার ফজল করিমের ছেলে মোঃ ফারুক (১৯)।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, টেকনাফ হতে উখিয়া টু কক্সবাজার লিংকরোড আঞ্চলিক সড়ক দিয়ে পোল্ট্রি মুরগী বহনকারী একটি পিকআপ গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজারের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের চৌকস আভিযানিক দল কক্সবাজারের উখিয়া উপজেলার ধুরুমখালী এলাকায় জামাল মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপনপূর্বক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মুরগী বহনকারী একটি সাদা রংয়ের পিকআপ র্যাবের উপস্থিতি বুঝতে পেরে গাড়িটি সন্দেহজনকভাবে কৌশলে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে দুইজন মাদক কারবারীসহ গাড়িটি আটক করা হয়। অতঃপর গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গাড়িতে ইয়াবা ট্যাবলেট রয়েছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও গাড়িটি তল্লাশী করে পিকআপের কেবিনের পিছনের অংশে ঢালার সাথে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ৩০ হাজার) পিস ইয়াবা উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সাদা পিকআপ (যার রেজিঃ নং ঢাকা- মেট্রো-ন-১১-৩৬২১) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ড্রাইভারী পেশার আড়ালে বর্ণিত গাড়িটি ব্যবহার করে কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পাচার করে আসছে মর্মে জানায়। এছাড়াও উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী দেশ হতে অবৈধভাবে ক্রয় করে প্রশাসনের চোখ ফাঁকি দিতে অভিনব পদ্ধতি হিসেবে মুরগী বহনকারী পিকআপের কেবিনের পিছনের অংশে ঢালার সাথে বিশেষ কায়দায় লুকিয়ে পাইকারী বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার শহরে আসছিল বলে জানা যায়।
উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।