শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ৪লক্ষ টাকা জরিমানা

গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ৪লক্ষ টাকা জরিমানা

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ৩জনকে সাড়ে  ৪লক্ষ টাকা জরিমানা করেছে সিলেট পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) এনফোর্সমেন্ট শুনানি ৪০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে গোলাপগঞ্জের উপজেলা রনকেলী এলাকার শাহেদ আহমেদ ও আব্দুস সামাদকে সাড়ে ৩ লক্ষ ও একই এলাকার লায়েক আহমদকে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

এদিকে সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এই চক্রটি এখনো রাতের আধারে টিলা কেটে রাস্তা ভরাট করছে। স্পটে গিয়ে নতুন করে টিলা কাটার নমুনা ও নতুন মাটি ভরাটের বিষয়টির প্রমাণ পাওয়া যায়।

৫৮ বার ভিউ হয়েছে
0Shares